১৯শে এপ্রিল ২০২৪
গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : ফের দুর্ঘটনার খবর দুর্গাপুর ইস্পাত কারখানায়। শুক্রবার রাত আটটার সময় দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময় হঠাৎ করে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করায় পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ পাঁচ শ্রমিকের মধ্যে দুজন ,পরিমল মন্ডল ও সুনীল মাঝি স্থায়ী শ্রমিক এবং তিনজন বিকাশ কাবাডি,টোটন খাওয়াস এবং নূর আলম জমাদার অস্থায়ী শ্রমিক। তাদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য গত কয়েক মাসে পরপর দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক দুর্ঘটনার খবর আসায় শ্রমিক মহলে আতঙ্ক সৃষ্টি হয়। স্থায়ী অস্থায়ী উভয় শ্রমিক হতাহত হয় একের পর এক দুর্ঘটনায়। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একের পর এক শ্রমিক বিক্ষোভ হয় । দুজন আধিকারিক সাসপেন্ড ও হন ।পুরানো সব যন্ত্রপাতি সরিয়ে নুতন অত্যাধুনিক যন্ত্রপাতি র আনার দাবি জানায় সমস্ত শ্রমিক সংগঠন গুলি। কারখানার আধুনিকরনের দাবি ও করা হয়। এইসবের মধ্যে ফের শুক্রবার রাত আটটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানায় ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময় পাঁচ জন শ্রমিক হঠাৎ গ্যাস লিক হবায় গুরুতর অসুস্থ হন।