কাটমানি দেবার ভয়ে উধাও ঠিকাদার, কাজ না পেয়ে বটলিং প্লান্টে বিক্ষোভ

শুক্রবার,১৯ শে এপ্রিল ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : কাটমানি দেবার ভয়ে বেপাত্তা ঠিকাদার।কাজ না পেয়ে ইন্ডিয়ান অয়েলের দুর্গাপুর বটলিং প্লান্টের ৩০জন ঠিকা শ্রমিক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ বটলিং প্লান্টের তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনকে কেবলমাত্র মোটা টাকা কাটমানি দিতে হবে এই ভয়ে বটলিং প্লান্টের টেন্ডার পেয়েও এক বেসরকারি কোম্পানীর এই বটলিং প্লান্টের কাজ শুরু করতে পারছে না । শুক্রবার সকালে বটলিং প্লান্টের ৩০জন ঠিকা শ্রমিক প্লান্টের আই এন টিটি ইউ সির এক শ্রেনীর নেতাদের টেন্ডার কোম্পানী কাছে কাটমানি চাওয়ার অভিযোগ এনে বিক্ষোভ দেখায় । লোকসভা নির্বাচন শুরুর মুহূর্তে এই খবর চাউর হতেই বিরোধী দল গুলি শাসকদলের বিরুদ্ধে সরব হয়।

error: Content is protected !!