২২শে এপ্রিল ২০২৪
শ্রেয়া দাস, বর্ধমান : প্রবল দাবদাহের মধ্যে ই সোমবার শোভাযাত্রা সহকারে বর্ধমান-দুর্গাপুর সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী সুকৃতি ঘোষাল এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নীরব খাঁ প্রার্থী পদের নমিনেশন দাখিল করলেন জেলা শাসকের দপ্তরে। সুকৃতি ঘোষাল নমিনেশন দাখিল করে উপস্থিত সাংবাদিকদের বলেন “আমার কাছে এই নির্বাচনের লড়াই কোন শক্ত লড়াই নয়।কারণ দশ বছর কেন্দ্রের আর তেরো বছর রাজ্যের যে অভিজ্ঞতা মানুষ নিয়েছেন সেই মানুষই ১৩ ই মে ব্যালটে জবাব দেবে। আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তাদের কাজ হবে মানুষকে অভয় দান করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া আর নির্বাচন কমিশনের কাজ হবে ফ্রী এন্ড ফেয়ার নির্বাচন যাতে হয় সেটা সুনিশ্চিত করা”।এস এস সির হাইকোর্টের রায় প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন” আমি শিক্ষাবিদ হিসেবে এইটুকুই দেখছি যে স্বচ্ছ ভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার” । নমিনেশন দাখিল করে বর্ধমান পূর্বের আরেক সিপিএম জোট প্রার্থী নীরব খাঁ বলেন, যারা দোষী তাঁদের উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাই, শাসক দলের এক নেতা বিজেপিতে চলে গেছে বলে তার কোন শাস্তি হয়নি। পাশাপাশি যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে আমাদের ভোট বাড়বে দাবি নীরব খাঁয়ের।