মঙ্গলবার ৯ই এপ্রিল ২০২৪
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট প্রচারে এবার বুদ্ধিজীবীদের ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ আসরে নামলো।মোদী হঠাও দেশ বাঁচাও শ্লোগান কে সামনে রেখে গনমঞ্চ তৈরি করে রাজ্য জুড়ে বিজেপি র বিরুদ্ধে প্রচার করছে। মঙ্গলবার দুর্গাপুরে এক ভবনে বুদ্ধিজীবীর বিজেপি র বিরুদ্ধে প্রচার করেন। পশ্চিম বঙ্গের ৪২ টি আসনেই এই মঞ্চ বিজেপি কে ভোট না দেবার আবেদন করে প্রচার করছেন বলে জানা গেছে।সিএএ থেকে কেন্দ্রীয় সরকারের একশ দিনের টাকা সহ আর্থিক বঞ্চনার অভিযোগ থেকে দুর্নীতির অভিযোগে একে দেশের বিরোধী নেতাদের জেলে ভরা নিয়ে সরব হন দেশ বাঁচাও গনমঞ্চের বুদ্ধিজীবীরা।এই গন মঞ্চে শিল্পী সাহিত্যিক অর্থনীতিবিদ নাট্যকার,বাম পন্থী সংগঠনের শিল্পীরা ও রয়েছেন বলেন জানা গেছে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাম সংগঠনের বর্ণালী মুখার্জি সরাসরি বলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করার আগে বিজেপির উচিত সাভারকার এবং গডসের নিয়ে ভাবা উচিত। বর্ণালী মুখার্জি কেন্দ্রে বিজেপি কে ১৫০ এর আসনে আটকে রাখতে রাজ্যে তৃনমূল কংগ্রেস কে শক্তিশালী করতে হবে। তিনি বলেন এই বিষয়ে যে বিজেপি কে পরাস্ত করতে পারবে তাকেই সমর্থন করতে হবে।ইডি সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সি গুলি কে কেন্দ্রীয় বিজেপি সরকার বর্তমানে ক্যাডারে পরিনত করেছে বলে দাবি করেন বর্ণালীদেবী। বর্ণালী মুখার্জি র মতো উপস্থিত সকল বক্তা বিজেপি কে রুখতে মঞ্চে সরব হন এদিন।জানা গেছে রাজ্যের ৪২ টি আসনেই বিজেপির বিরুদ্ধে এইভাবে প্রচার সারছেন রাজ্যের এই বুদ্ধিজীবী মহল। জানা গেছে এই বুদ্ধিজীবী মহলে রয়েছেন সুদেষ্ণা রায়, রাবীন্দ্রিক শিল্প সংগঠনের শিল্পীরা, শিল্পী সৈকত মিত্র অধ্যাপক প্রদীপ গুহ ঠাকুরতা ,কল্যান সেনগুপ্ত, বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ। দেশ বাঁচাও গনমঞ্চের বুদ্ধিজীবীদের বক্তব্য শুনুন সরাসরি…