দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখে চাকরি গেল দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দুই অস্থায়ী কর্মীর, অভিযোগ

মঙ্গলবার,৯ই এপ্রিল ২০২৪

বিশেষ সংবাদদাতা, নিউজ বাংলা ডিজিটাল : বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সমর্থনে দেওয়াল লিখে চাকরি যাবার অভিযোগ উঠলো দুর্গাপুরের শোভাপুর এলাকার মেডিক্যাল কলেজের দুই অস্থায়ী কর্মীর । অভিযোগ শোভাপুরের মেডিক্যাল কলেজের দুই অস্থায়ী কর্মী সুভাষ গোপ একদম নিরাপত্তা রক্ষীএবং মিলন মন্ডল একজন মেকানিকাল কর্মী সম্প্রতি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে বিজেপি কর্মীদের সঙ্গে দেওয়াল লিখন করেন।এর পরেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুভাষ গোপ ও মিলন মন্ডলের উপর ক্ষেপে ওঠে বলে অভিযোগ। সুভাষ গোপ ও মিলন মন্ডলকে ক্ষমা চাইতে স্থানীয় পার্টি অফিসে গিয়ে পা নেতাদের ধরার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ সুভাষ গোপ ও মিলন মন্ডলের। দিলীপ ঘোষের হয়ে দেওয়াল লিখে এখন চাকরি হারিয়ে কান্নার রোল সুভাষ গোপ ও মিলন মন্ডলের বাড়িতে। কিভাবে সংসার চালাবেন সেই ভেবেই মেন মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে সুভাষ গোপ ও মিলন মন্ডলের। এদিকে সুভাষ গোপ ও মিলন মন্ডলের বিজেপির পক্ষে দেওয়াল লেখার পর চাকরি যাওয়া প্রসঙ্গে দুর্গাপুরের তৃনমূল কংগ্রেস নেতা উত্তম মুখার্জি তৃণমূল কংগ্রেস কর্মীদের এই বিষয়ে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন খবর নিয়ে দেখতে বলুন যেখানে ওরা চাকরি করে সেখানে কোন সমস্যা হয়েছে কিনা।

error: Content is protected !!