প্রভাত ফেরীর মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন উখরায়

 

সোমবার,২৫শে মার্চ ২০২৪

সোমনাথ মুখার্জি, নিউজ বাংলা ডিজিটাল :- সোমবার উখড়া গ্রামে সাড়েম্বরে আয়োজিত হল বসন্ত উৎসব  । ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানটি এদিন সকালে স্থানীয় বাজপাই মোড় থেকে সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে । বিভিন্ন রঙের আবীর, নাচ, গান, সুর,তাল, ছন্দে প্রভাত ফেরি শেষ হয় উখড়া পুরাতন হাটতলায় গোপিনাথ জিউ মন্দিরে । সেখানে হয় বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান । অনুষ্ঠান চলে প্রায় দু’ঘণ্টা । অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল নাচ । অনুষ্ঠানে অংশ নিয়েছিল এলাকার বিভিন্ন নৃত্য প্রশিক্ষণ সংস্থার শিক্ষার্থী খুদে কলা কুশলীরা । অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায়, স্বর্ণালী দে জানান সর্ব ধর্মের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা, ভেষজ আবিরের ব্যবহার ও সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই এই বসন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

error: Content is protected !!