মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফের কুকথা দিলীপ ঘোষের সরগরম ভোটের বাজার

মঙ্গলবার,২৬ শে মার্চ ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মানেই মর্নিং ওয়াক, দিলীপ ঘোষ মানেই চায়ে পে চর্চার আসর,দিলীপ ঘোষ মানেই  বিতর্ক, দিলীপ ঘোষ মানেই ফুরফুরে মেজাজে সাত সকালের নিউজ ক্যাচ লাইন পেশ সাংবাদিকদের সামনে। মঙ্গলবার এইভাবেই সাত সকালে প্রাত: ভ্রমনে বেরিয়ে ভোট প্রচারে জনসংযোগ স্থাপন করার পাশাপাশি বিজেপির পোড় খাওয়া নেতা দিলীপ ঘোষ হিম্যান ইমেজ ধরে রাখতে এবং ভোট বাজার সরগরম করতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই  নিশানা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সরাসরি আক্রমন হানেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।আর সেই‌নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আক্রমন পাল্টা আক্রমনে সরগরম ভোট ময়দান। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার সাত সকালে মর্নিং ওয়াক সেরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে দিলীপ ঘোষ সরাসরি আক্রমন করে বলেন আগে উনি বাপ তো ঠিক করুন তারপর বলবেন।যাকে তাকে বাপ বলা তো ঠিক নয়। দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃনমূল কংগ্রেসের মুখ্য পাত্র কুনাল ঘোষ থেকে পশ্চিম বর্ধমান জেলার রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক প্রদীপ মজুমদার প্রার্থী কীর্তি আজাদ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ  এমনকি মুখ্য মন্ত্রীর একান্ত অনুগত মহিলা নেত্রীরা চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজারা রেরে করে ওঠেন। নারীদের অসম্মান করেছেন অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবিতে সরব হন তারা। মঙ্গলবার রাজ্য ছাড়িয়ে দেশের হিন্দি ইংরেজি নিউজ চ্যানেল গুলিও ব্রেকিং নিউজ চালাতে বাধ্য হন। এদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে ভোট মঞ্চ ও সরগরম হয়ে ওঠে।এই প্রসঙ্গে দিলীপ ঘোষ নিজস্ব ভঙ্গিমায় বলেন আমি যা বলি সরাসরি বলি আর সোজা কথা সোজা ভাবেই বলতে অভ্যস্ত আমি। দিলীপ ঘোষের এই কুকথায় বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস যখন একের পর পাল্টা আক্রান্ত সানাচ্ছে, উত্তাল গোটা রাজ্যনীতি। তখন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি কর্মীদের  তলানিতে ঠেকা মনোবল বেশ যে চাঙ্গা তা শরীরী ভাষায় প্রকাশ পায়। মঙ্গলবার দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের দুর্গাপুরে প্রাত: ভ্রমন সেরেই ফের ভোট প্রচারে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন। শুনে নিন একবার মঙ্গলবার সাতসকালে প্রাত:ভ্রমনে বেরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক কি বললেন যাকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল।

 

error: Content is protected !!