ভোট‌রঙ্গ : ভক্তসমাগমকে টার্গেট করে মন্দিরে আরতি পূজোপাঠে জনসংযোগ স্থাপন করলেন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ

সোমবার,২৫ শে মার্চ ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ভোট বড় বালাই।তাই দোলের সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের যুযুধান তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ বিভিন্ন এলাকায় ভোটের আবেদন নিয়ে জনসংযোগ স্থাপনে ব্যস্ত থাকলেন। রবিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের দীলিপ ঘোষের নাম ঘোষণা হবার পর সোমবার  সকালে পূর্ব বর্ধমানে এসে পৌঁছান প্রার্থী  দিলীপ ঘোষ। জাতীয় সড়ক ধরে একটু একটু করে দিলীপ ঘোষের গাড়ি শক্তিগড় হয়ে বর্ধমান শহর হয়ে দুর্গাপুরে পৌঁছায়। শক্তি গড় থেকে দুর্গাপুর পর্যন্ত বিজেপি কর্মীদের জনসমুদ্রে ভাসেন এদিন দিলীপ ঘোষ। সর্বত্র দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে পেয়ে বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা যায়। সোমবার দিলীপ ঘোষের বর্ধমান দুর্গাপুরে আগমন কার্যত রোড শো এর রুপ নেয়।দুর্গাপুরে পৌঁছে দলীয় বিভিন্ন কর্মসূচি সম্পূর্ণ করে সোমবার বিকেলে দুর্গাপুরের দামোদর ব্যারেজে বীরভানপুর ঘাটে দোলযাত্রার বিশেষ আরতিতে অংশ নেন দিলীপ বাবু। সূর্য মন্দিরে পূজো দেন।পরে ইস্কন মন্দিরে ও যান বলে জানা যায়।অপরদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ও সোমবার সারাদিন  দুর্গাপুরের বিভিন্ন এলাকার বসন্ত উৎসবে অংশ নেন। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে আবীর  দিয়ে ভোট প্রচারে জনসংযোগ সারেন। সন্ধ্যায় দুর্গাপুর ইস্কন মন্দিরে পূজো ভক্তদের সঙ্গে ইস্কন মন্দিরে কীর্তনে অংশ নেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দোল যাত্রার দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ভোট প্রচারে কাছে লাগান। সন্ধ্যায় মন্দিরে গিয়ে আরতি পূজোপাঠে অংশ গ্রহণ করেন। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট দুই প্রার্থীর ভোট প্রচার  ও  বাক্যবানকে কেন্দ্র করে দুর্গাপুর সোমবার কার্যত  সরগরম থাকে।

error: Content is protected !!