বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

রবিবার,২৪ শে মার্চ ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মেদিনীপুরে  আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নি মিত্রা পলকে প্রার্থী করা হয়েছে। তমলুকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কে প্রার্থী করা হয়েছে।পূর্ব বর্ধমানে অসীম কুমার সরকারকে প্রার্থী করা হয়েছে।রবিবার বিকেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দাপুটে  বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম দেখে বিজেপির নিচু তলার কর্মীদের মনোবল বেশ চাঙ্গা হয়।দিলীপ ঘোষের নাম প্রার্থী হিসেবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে চুড়ান্ত হয়েছে এই খবর চাউর হতেই রবিবার রাতে উৎসাহিত হয়ে দেওয়াল লিখনে নেমে পড়ে বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের নাম ঘোষণা হয়ে গেলেও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা নিয়ে দলীয় কর্মীরা বেশ ধোঁয়াশায় ছিল।কে প্রার্থী হবেন সেই নিয়ে নানা জল্পনা চলছিল। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নি মিত্রা পাল প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে দেওয়াল লিখন শুরু করে দেয় অগ্নি মিত্রা পালের অনুগামীরা। শেষমেশ সেই দেওয়াল‌ লিখন মুছে দিতে বাধ্য হন তারা। বিজেপির নিচু তলার কর্মীদের মনোবল তলানিতে ঠেকে।বিজেপির জেতা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি ফের জিততে হলে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এবং সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে পরাজিত করতে হবে ।সেই অঙ্কের হিসেব মেলাতে ভিন রাজ্যের নয়,পশ্চিম বঙ্গবাসী বাঙালি এবং বিজেপির জনপ্রিয় দাপুটে  হেভিওয়েট নেতা নেত্রীদের প্রার্থী করতে হবে এই দাবি ছিল নিচু তলার বিজেপি কর্মীদের। রবিবার শেষমেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির নিচু তলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে দাপুটে নেতা দিলীপ ঘোষ কে প্রার্থী করে।নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদের মনোবল বেশ চাঙ্গা হতে দেখা যায়। রবিবার রাতেই বিজেপি কর্মীরা প্রানের পরোয়া না করে রঙ তুলি হাতে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন ও শুরু করে দেয় । পানাগড়ে রবিবার রাতেই বিজেপি কর্মীরা দিলীপ ঘোষের সমর্থনে ভোট চেয়ে মিছিল বের করে।বিজেপি কর্মীদের দাবি ২০১৯ এর বিজেপি জেতা আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি ২০২৪ এও বিজেপির জয় অনিবার্য। সূত্রের খবর আসন বদল হলেও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন এলাকা দিলীপ ঘোষের হাতের তালুর মতো পূর্ব পরিচিত জায়গা।দিলীপ ঘোষ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সিদ্বান্তকে সম্মান দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে লড়তে সোমবার হোলির দিন সাত সকালেই বর্ধমান ও দুর্গাপুরে আসছেন এবং বিজেপি কর্মীদের সঙ্গে হোলির দিন জনসংযোগ স্থাপনে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে ভোটের প্রচার শুরু করবেন জানা গেছে।

 

error: Content is protected !!