দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা, সিনিয়র ম্যানেজার সহ আহত পাঁচ

বৃহস্পতিবার,২৯শে ফেব্রুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : ফের‌ দুর্ঘটনা ঘটলো দুর্গাপুর ইস্পাত কারখানায়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসের কনভেয়ার বেল্ট লিক হয়ে গরম জল‌ও তরল লোহা ছিটকে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন দুর্গাপুর ইস্পাত কারখানার‌ সিনিয়র ম্যানেজার পৃথীরাজ রায় রয়েছেন তিনজন স্থানীয় এবং অস্থায়ী কর্মী। আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হলে তাদের দুর্গাপুরের বিধান নগরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে তাদের দুজনের অবস্থা স্থিতিশীল হলেও বাকিদের অবস্থা সংকটজনক। খবর পেয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ডিআইসি বিপি সিং সহ উচ্চ পদস্থ কর্মকর্তা সহ মন্ত্রী প্রদীপ মজুমদার তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক প্রভাত চট্টোপাধ্যায়রা হাসপাতালে ছুটে যান। বার বার দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের দুর্ঘটনা ঘটলেও দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ শ্রমিক নিরাপত্তা নিয়ে  উদাসীন সেই অভিযোগ উঠছে শ্রমিক মহল থেকে।এই বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কোন কথা বলেনি। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বার বার অভিযোগ উঠছে শ্রমিক নিরাপত্তা নিয়ে কারখানা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে এই আশা রাখছি। তিনি বলেন আহতদের দেখতে হাসপাতালে ছুটে এসেছিলাম আমরা। দুজন স্থিতিশীল বাকিদের তিনদিন পর্যবেক্ষনের পর বলা যাবে তারা কেমন আছেন। হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছেন বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার।

error: Content is protected !!