সোমবার,২৬শে ফেব্রুয়ারি ২০২৪
গনেশ চক্রবর্তী ,নিউজ বাংলা ডিজিটাল : সামনে লোকসভা নির্বাচন তাই দলীয় কোন্দল মেটাতে দুর্গাপুরে পৌঁছেই তড়িঘড়ি সম্পন্ন সার্কিট হাউসে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দুর্গাপুরে যাতে আগামী লোকসভা নির্বাচনে দলের অন্তর্কোন্দল না থাকে সেই লক্ষ্যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দলের গুরুত্বপূর্ণ নেতাদের এক জায়গায় বসিয়ে বৈঠকে বসেন। জানা গেছে এই বৈঠকে তৃনমূল কংগ্রেসের রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার রয়েছেন, আছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,ভি শিবদাসন দাশু, বিশ্বনাথ পাড়িয়াল এবং হরে রাম সিং সহ দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। বিশেষ করে দুর্গাপুরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল তুঙ্গে রয়েছে। লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠী দ্বন্দ্বের ইতি টানতে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠকে বসেছেন। সূত্র মারফত জানা গেছে আজ এই বৈঠকে লোকসভা নির্বাচনে দলের সমস্ত নেতা কর্মীরা যাতে ঝাঁপিয়ে পড়ে দলের প্রার্থীকে বিজয়ী করেন সেই লক্ষ্যে স্বয়ং দিদি রুপরেখা তৈরি করে দিয়ে যেতে চান। সোমবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে সোজা দুর্গাপুরের সিটি সেন্টারের সার্কিট হাউসে এসে ওঠেন। রাস্তায় দলীয় কর্মীরা দলীয় পতাকা হাতে এবং শ্লোগান দিয়ে প্রিয় দিদিকে স্বাগত জানান।ডিভিসি মোড়ে দলের যুবনেতারা গীটার হাতে’ একলা চলো রে ‘গান করে দিদিকে স্বাগত জানান। দিদিও দুধসাদা গাড়িতে সার্কিট হাউসের পথে যেতে যেতে জাতীয় সড়ক ধরে দলীয় কর্মীদের হাত নাড়তে থাকেন।