দুর্গাপুরের এবিএলের ছেলে বিজয় দত্ত ইউপিএসসি পরিক্ষায় অষ্টম স্থান অধিকার করলো

শনিবার,২৪শে ফেব্রুয়ারি ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল  : দুর্গাপুরের এবিএল টাউনশিপের বাসিন্দা বিজয় দত্ত ইউপিএসসি পরিক্ষায় অষ্টম স্থান অধিকার করলেন। এই সর্বভারতীয় এই পরিক্ষায় মোট  ১১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তারমধ্যে ৪০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে বিজয় অষ্টম স্থান অধিকার করেন। কাছে যোগদান করার আগে হায়দ্রাবাদে ছয়মাসের বিজয়ের প্রশিক্ষণ হবে।বিজয় একজন  আইএএস  অফিসার হলেও বিজয় জানান তিনি সিভিল সার্ভিসে ইচ্ছে নেই তিনি মিনিষ্ট্রি অফ মাইনসের অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এসিস্টেন্ট জিও ফিজিসিস্ট  হিসেবে কাজে যোগদান করবেন।  কানপুর আইআইটিতে বিজয় বর্তমানে জিও ফিজিক্স নিয়ে গবেষণা করছেন। বিধান নগরের এক নার্সারি স্কুলের‌ পড়াশোনার হাতেখড়ি। তারপর  এবিএল স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন।  আসানসোলের বিবি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। মাস্টার্স করেছেন ধানবাদ স্কুল অফ মাইনস  থেকে। তারপর কানপুর আইআইটিতে পিএইচডি করছেন।বিজয় বাবুর বাবা  উদয় দত্ত এবিএল কারখানার অবসরপ্রাপ্ত কর্মী। মা একজন গৃহবধূ।বিজয়ের সাফল্যে বিজয়ের পরিবার পরিজনদের সঙ্গে সঙ্গে  এবিএল টাউন শিপ থেকে বিধান নগর সহ দুর্গাপুরের সুশীল সমাজও বিজয়ের এই সাফল্যের খবরে খুশি।

error: Content is protected !!