ডিভিসির চেয়ারম্যানের সাফ কথা জমি অধিগ্রহণ হবেই তবে ডিভিসির প্রকল্পের জন্য জমি দখলদারদের পুর্নবাসন নয়

শুক্রবার,২৩শে ফেব্রুয়ারি ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরে ৮০০মেগা ওয়াটের ডিভিসির পাওয়ার প্লান্ট পাঁচ নম্বর ইউনিট তৈরর কাজ শুরু হয়েছে। এই জন্য জমি লাগবে ৪০০একর। ৮০০ মেগা ওয়াটের নতুন ইউনিটের জন্য খরচ হচ্ছে ৭ হাজার ৯৭২ কোটি ৯ লক্ষ টাকা।এতে সরাসরি ৭০০লোকের কর্মসংস্থান হবে।পরোক্ষে ৪০০০লোকের কর্মসংস্থান হবে। জমির অধিগ্রহণ হবেই।এই লক্ষ্যে এগোচ্ছে ডিভিসি। ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে।৪০০ একর জমির মধ্যে বেশকিছু জমিতে বসবাস করছেন দখলদাররা। এই জমি অধিগ্রহণ করা হবেই।এই প্রকল্পের জন্য দুর্গাপুরের ডিভিসি ডিভিসির জমির দখলদারদের কোন পুর্নবাসনের কোন পরিকল্পনা আপাতত নেই ডিভিসির। জমির অধিগ্রহণ হবেই। শুধু শুধু পুনর্বাসনের দাবি করে আন্দোলন চালিয়ে গেলে পরিবেশ খারাপ হবে বলে পরিষ্কার জানিয়েছেন ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমার।শুক্রবার দুর্গাপুরে এসে ডিভিসির এই প্রকল্পের জন্য কোন পুনর্বাসন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমার। এদিন ডিভিসির প্রকল্পের কাজ দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন আপাতত কোন পরিকল্পনা নেই ডিভিসির জমির দখলদারদের পুর্নবাসন দেবার।এই মুহূর্তে ডিভিসির পাওয়ার প্লান্ট স্থাপন একটা বিষয়।২০০০ মেগা ওয়াট সৌর ও জল বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে ডিভিসি তাই ডিভিসি প্রধান কাজ এই প্রকল্প টিকে দ্রুত বাস্তবায়ন করা। এদিন ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে এইকথা বলার সময় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলু ওয়ালিয়া।সুরেশ কুমার বলেন এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। মহকুমা প্রশাসন ব্যস্ত। তাই জমি অধিগ্রহণ নিয়ে অভিযান আপাতত বন্ধ রয়েছে। পরিক্ষা শেষ হলেই ফের শুরু হবে জমি অধিগ্রহণ অভিযান।

error: Content is protected !!