মুখ্যমন্ত্রী দাশুকে বললেন কথা আছে পরে ফোনে বলবো। এই নিয়ে জেলা জুড়ে জোর রাজনৈতিক চর্চা শুরু

শনিবার,১৭ ই ফেব্রুয়ারি ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : তখন ঘড়ির কাঁটায় রাত আটটা পাঁচ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিমান এসে নামলো অন্ডাল বিমান বন্দরে।কিছুক্ষন পর পাশে মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন বিমান বন্দর থেকে।বাইরে তৃনমূল কংগ্রেসের দলনেত্রী কে একবার দেখতে দলীয় কর্মীদের উপচে পড়া ভিড়।দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেত্রীকে একবার দেখতে। বিমান বন্দর থেকে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জিজ্ঞেস করলেন নরেন সবাই এসেছে তো !হাসি মুখে নরেন হাত দেখিয়ে বললেন দিদিকে  দেখুন বাইরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য।এমন সময় হঠাৎ মুখ্যমন্ত্রী সরাসরি বিমান বন্দরের বাইরে অপেক্ষমাণ তৃনমূল কংগ্রেসের নেতা ভি শিবদাসন দাশুর সামনে থমকে দাঁড়িয়ে পড়ে বললেন দাশু তোমার সঙ্গে কথা আছে।পরে ফোন করে বলবো সব।দাশু ঘাড় নেড়ে মুখ্য মন্ত্রী কে কর্তব্য পালনে সম্মতি জানালেন। তারপর মুখ্যমন্ত্রী সড়ক পথে চলে গেলেন বীরভূমের উদ্দেশ্যে।এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃনমূল কংগ্রেসের দলীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।দিদি কি বলবেন ভি শিবদাসন দাশুকে। কোন বাড়তি দায়িত্ব দেবেন! সামনে নির্বাচন হয়তো গোষ্ঠী দ্বন্দ্ব রুখতে সেই লক্ষ্যে দিদি বাড়তি কোন দায়িত্ব দেবেন দাশু কে! জোর জল্পনা শুরু হয় গোটা জেলা জুড়ে। বাড়তি দায়িত্ব পেতে পারেন দাশু এই ভেবে এদিকে দাশু শিবিরেও ফের উল্লাস শুরু হয়ে যায়।এই বিষয়ে শিবদাসন দাশু যদিও সরাসরি কিছু বলেননি। তবে তিনি তার সোশ্যাল মিডিয়ায় দিদিকে  ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন দিদি কখনো পুরোনোদের যে ভুলে জাননা সেটা ফের প্রমানিত হলো। উল্লেখ্য বরাবর ই  সংগঠন সংক্রান্ত কোন দরকার হলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ই দলের পোড় খাওয়া নেতা ভি শিবদাসন দাশুর সঙ্গে আলোচনা করেই দলকে চাঙ্গা করেছেন। ভি শিবদাসন দাশুকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।হয়তো এবারও সেই রকম ই কিছু বাড়তি দায়িত্ব অপেক্ষা করছে এবার ও ভি শিবদাসন দাশুর জন্য।দিদি কি বলবেন দাশু কে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীদের কৌতুহল তুঙ্গে।

error: Content is protected !!