শুক্রবার,২৩ শে ফেব্রুয়ারি ২০২৪
বিশেষ সংবাদদাতা, রাজবাঁধ : শুক্রবার সকাল দশটা কুড়ি নাগাদ রাজবাঁধে ঢোকার মুখে দিল্লী গামী আপ দূরন্ত এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বেশকিছুক্ষন ট্রেনটি রাজবাঁধ স্টেশনে দাঁড়ায়। জানা গেছে ট্রেনের চালক ট্রেনটি রাজবাঁধ স্টেশনে ঢোকার মুখে ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে তৎপরতার সঙ্গে ট্রেনটিকে রাজবাঁধ স্টেশনে দাঁড় করিয়ে দেন।
এরপরের রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে রেলের উচ্চপদস্থ কর্মকর্তা ছুটে আসেন। রেলের ইন্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা কর্মী সকলে এসে সমস্যার সমাধান করে।