কিভাবে সাইবার ক্রাইম হয়। কিভাবে সাইবার ক্রাইম রোধ করা সম্ভব হয়। সাইবার বিশেষজ্ঞ দের বক্তব্যের উপর ভিত করে সাইবার ক্রাইম সচেতনতায় শুক্রবার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিরা এই আলোচনা সভায় বক্তব্য রাখেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের এসিপি সহ দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই আলোচনা সভায় অংশ নেন।ডিজিটাল লেনদেনে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এখন সাইবার ক্রাইমের শিকার কমবেশি সকলেই। এদিনের আলোচনা সভায় বিভিন্ন বিশেষজ্ঞরা ডিজিটাল লেনদেন করার আগে সমস্ত বিষয় বুঝে লেনদেন করার বিষয়ে সতর্ক করেন উপস্থিত সকলকে।