পাণ্ডবেশ্বর হাটতলায় রহস্যজনক ভাবে আস্ত একটি পুকুর শুকিয়ে যাওয়ায় চাঞ্চল্য

শুক্রবার,১৬ ই ফেব্রুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : মাস দুয়েক আগে হরিপুর হাটতলা সংলগ্ন একটি এম এস কে স্কুল চত্বরে ঘটেছিল ধ্বসের ঘটনা । যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় । সেই আতঙ্কের রেশ এখনো কাটেনি স্থানীয়দের । এরই মাঝে ফের এলাকায় ঘটলো ধসের ঘটনা । এবার ধসের কারণে শুকিয়ে গেল আস্ত পুকুরের জল । স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যেবেলার পর হরিপুর হাটতলা সংলগ্ন গোসাই তোলা মন্দিরের পাশে বড় পুকুরে ঘটেছে ঘটনাটি । সন্ধ্যের পর থেকে হঠাৎই পুকুরের জল কমতে শুরু করে । আজ সকালে এলাকায় গিয়ে দেখা যায় জল শুকিয়ে পুকুরটি রুক্ষ জমিতে পরিণত হয়েছে । পুকুরে থাকা সমস্ত মাছ ও উধাও । স্থানীয় বাসিন্দা শিবু মন্ডল জানান এই পুকুরের জল নিত্য প্রয়োজনে স্থানীয় মানুষরা ব্যবহার করেন । জল শুকিয়ে যাওয়ায় কমবেশি সকলেই সমস্যায় পড়বে বলে আশঙ্কা জানান তিনি । হাটতলার বাসিন্দা তথা হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন ও বিস্ফোরণের ফলে এলাকায় প্রায়ই ধসের ঘটনা ঘটে । এলাকায় তৈরি হয়েছে বিপদজনক পরিস্থিতি । ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আবেদন জানিও লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গোপীনাথ বাবু । ধসের ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় আসেন হরিপুর কোলিয়ারির এজেন্ট পি,কে ঝাঁ । কি কারনে পুকুরের জল শুকিয়ে গেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ।

error: Content is protected !!