বুধবার ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : আবারও চুরির ঘটনা ঘটলো অন্ডালের কাজোড়া গ্রামের কলাগণী শিব মন্দিরে । ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।বুধবার সকালে প্রত্যেক দিনের মত মন্দির খুলতে আসেন মন্দিরের পুরোহিত রনজিৎ মিশ্র, তিনি বলেন মন্দির খুলতেই দেখেন মন্দিরের দুটি গেটে থাকা দুটি প্রণামী বাক্সর তালা ভেঙ্গে আনুমানিক ৫০ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । তিনি আরো জানান এই মন্দির চত্বরে যতগুলি দান পেটি রয়েছে সবই খোলা হয় শিবের গাজনের আগে,এবং এই টাকা মন্দিরের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়।
এর আগে এই মন্দিরে চুরির ঘটনা ঘটেনি বলে জানান পুরোহিত। চুরির ঘটনায় আতঙ্ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। মন্দিরে এভাবে চুরির ঘটনায় স্বাভাবিক কারণেই আতঙ্কিত মন্দির কমিটির সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।