বুধবার,১৪ ই ফেব্রুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : ১৪ ই ফেব্রুয়ারী “ভ্যালেন্টাইন ডে”পালন করছে দেশের যুবসমাজ। প্রেম দিবসে সারা দেশে প্রবল উন্মাদনা। কিন্তু আজকের দিনে ২০১৯ সালে দেশের মাটিতে কাশ্মীরের পুল ওয়ামায় আতঙ্ক বাদী হানায় ভারতের ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী শহীদ হয়েছিলেন। সে কারণেই আজকের দিনটি “ব্ল্যাক ডে “হিসাবে পালন করা হয়।এই দিনটিকে স্মরনীয় করে রাখতে কালা দিবস পালন করা হয়। বুধবার পাণ্ডবেশ্বরের কুমার বিডি কোলিয়ারি এলাকায় এই দিনটিকে স্মরণ করতে মোমবাতি মিছিল হয়। পুল ওয়ামা হামলার শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলি দিতে বুধবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারি এলাকার বেশ কিছু ছাত্র ছাত্রী মোমবাতি মিছিল করে। মিছিল টি কুমারডিহি এ কোলিয়ারি ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করলো।