শুক্রবার,,২৬শে জানুয়ারি ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ক্যানসার মানেই মারন রোগ এমনটা এখন আর নয় ।এখন ক্যানসারের সুচিকিৎসা হচ্ছে। সময় মতো সুচিকিৎসা পেলে অনেকেই সেরে উঠছেন ক্যানসার থেকে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে দুর্গাপুরে এসে একথা বলেন হিন্দি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী।২৬শে জানুয়ারি দুর্গাপুরের মলানদিঘীর সনাকা মেডিকেল কলেজের ক্যানসার ইনস্টিটিউটের উদ্ধোধন করতে এসে মহিমা চৌধুরী বলেন দেশের বিভিন্ন জায়গায় নামিদামি ক্যানসার হাসপাতাল গড়ে উঠেছে। সর্বত্র আন্তর্জাতিক মানের সুচিকিৎসা হচ্ছে। দুর্গাপুরের সনাকা মেডিকেল কলেজে আবার একটি ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক প্রযুক্তির ইনস্টিটিউট হলো। স্থানীয় মানুষ এখানে ক্যানসারের সুচিকিৎসা পাবেন। মহিমা চৌধুরী এদিন বলেন ক্যানসার চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রচুর পরিশ্রম করে রোগীকে সুস্থ করে তোলে। সঙ্গে সঙ্গে এটাও বলার অপেক্ষা রাখে না যে একজন ক্যানসার আক্রান্ত রোগীর সুস্থতার পিছনে নার্স দের অনেক অবদান থাকে।তারা সঠিক সময়ে সঠিক ওষুধ পথ্য দেন বলেই একজন রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এবং সর্বোপরি একজন ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরা একজন ক্যানসার আক্রান্ত রোগীকে মানসিক শক্তি বাড়ানোর জন্য যেভাবে পাশে মনের জোর দিয়ে থাকেন সেটাও অনেক বড় ওষুধের কাজ করে। নিজের অভিজ্ঞতা থেকে ই আমি একথা বলছি বলে মহিমা চৌধুরী এই দাবি করেন। এদিন মহিমা চৌধুরীকে হাতের কাছে পেয়ে সনাকা মেডিকেল কলেজের ছাত্রী ছাত্রী থেকে সনাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জানা গেছে সনাকা মেডিকেল কলেজের ১০০০আসন বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তির ক্যানসার ইনস্টিটিউটে ক্যানসার নির্নয় এবং রিসার্চ এর সঙ্গে সঙ্গে এই হাসপাতালে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ও ক্যানসার আক্রান্তের সুচিকিৎসা করানো যাবে।