শনিবার, ২৭শে জানুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুরের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণের জমি নিয়ে জট চলছে বেশকিছুদিন ধরেই। একদিকে ডিটিপিএস কর্তৃপক্ষ নিজেদের জমি দখল নিতে মরিয়া। অপরদিকে ডিটিপিএসের জমি দখল করে বসবাস কারীরা পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।ডিটিপিএসের জমি দখল করে বসবাস করছে দীর্ঘদিন ধরে প্রায় বিশ হাজার মানুষবলে জানা গেছে।দুই পক্ষের অনড় মনোভাবের মধ্যেই শনিবার সেই জমি নিজেদের দখলে আনতে ডিটিপিএস কর্তৃপক্ষ পাঁচিল দিতে গেলে স্থানীয় বসবাস কারীরা পাঁচিল ভাঙ্গতে উদ্যোত হয় এবং নির্মাণকারীদের নির্মাণ সামগ্রী ভেঙ্গে পুড়িয়ে দেয়। এবং জমি রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ দেখায়। স্থানীয় পুরুষদের সঙ্গে সঙ্গে স্থানীয় মহিলারা প্রায় সকলেই ভাঙচুর থেকে সকল ক্ষেত্রেই এই বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। স্থানীয় মানুষের দাবি যতক্ষন পর্যন্ত ডিটিপিএস কর্তৃপক্ষ পুনর্বাসন না দিচ্ছে ততক্ষন পর্যন্ত আমরা কোনভাবেই পাঁচিল তো দুরস্ত। আমরা একটা পেরেক পর্যন্ত পুঁততে দেবো না।যদিও এদিনের বিক্ষোভ স্থলে ডিটিপিএস কর্তৃপক্ষে্য কোন পদাধিকারী কে দেখা যায় নি।বা তারা কোন বক্তব্য দেননি। খবর সংগ্রহ করা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়।