মঙ্গলবার ২৩ শে জানুয়ারি ২০২৪
গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর ইস্পাত নগরীর রবীন্দ্র ভবনের মাঠে আলো ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে তৃতীয় বর্ষের মৎস্য উৎসব অনুষ্ঠিত হলো । ১১ কুইন্টাল মাছ ১৬ ধরনের মাছের পদ দিয়ে বিভিন্ন স্বাদের মাছ রান্না সতেরোশো স্থানীয় মানুষ এদিন ভোজন করেন। মৎস্য উৎসবের সূচনা করেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে মৎস্য উৎসবে যোগদান করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুর আলো ওয়েল ফেয়ার সোসাইটির কর্মকর্তা পল্লব নাগ বলেন বাঙালির মাছে ভাতে এই কনসেপ্ট থেকেই এই মৎস্য উৎসবের সূচনা। স্থানীয় মানুষ কে বিভিন্ন স্বাদের মাছ খাওয়ানো মূল উদ্দেশ্য।আমরা তিনবছর ধরে এই মৎস্য উৎসব করছি। এবার মৎস্য উৎসবে সতোরোশো স্থানীয় মানুষ খান বিভিন্ন স্বাদের মাছ। উল্লেখ্য দুর্গাপুর নগর নিগমের এই ৯নং ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে স্থানীয় মানুষকে মনোরঞ্জনের জন্য বিভিন্ন উৎসব হয়। তারমধ্যে এই একটি হলো মৎস্য উৎসব।এই মৎস্য উৎসবে ব্যাপক সাড়া ফেলেছে দুর্গাপুরে। স্থানীয় মানুষ মুখিয়ে থাকেন সারা বছর কখন এই মৎস্য উৎসব হয়।