রবিবার,৭ই জানুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর স্টিল টাউন শিপের নেতাজি ভবনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক রবীন্দ্রভারতী মিউজিক একাডেমির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডা সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডক্টর ধীমান মন্ডল , ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় দুর্গাপুর নিগম প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ১২০ জনের এদিন বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন। তাদের নিজস্বতায় অনুষ্ঠান স্থল অধ্য মাত্রা পায়।গিটার,, বাঁশি , স্যাক্সোফোন সহ প্রভৃতি যন্ত্রাংশ বাজান বিভিন্ন শিল্পী। এদিন বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন ও করা হয়। সংস্থার কর্ণধার শুভ জ্যোতি লাহা জানান । বেনাচিতিতে তাদের এই একাডেমিতে সারা বছর বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নেন। দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাদের একাডেমিতে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিতে আসেন। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি সঙ্গীতপ্রেমী মানুষেরাও ভিড় ছিল চোখে পড়ার মতো।