দুর্গাপুর গভর্মেন্ট কলেজে প্রথম বার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর দুদিন ব্যাপি আঞ্চলিক সম্মেলন

মঙ্গলবার,৯ই জানুয়ারি ২০২৪

 

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ এবং দুর্গাপুর গভর্মেন্ট কলেজের যৌথ উদ্যোগে দুর্গাপুরে এই

প্রথমবার শুরু হলো দুদিনের আঞ্চলিক সম্মেলন  সিক্সথ রিজিওনাল সায়েন্স এন্ড টেকনোলজি কংগ্রেস (রিজিয়ন থ্রী)।

মঙ্গলবার সকালে এই সম্মেলনের সূচনা করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং

সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নাবলাম এস, দুর্গাপুর গভর্মেন্ট কলেজের অধ্যক্ষ ড: দেবনাথ পালিত, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ,

দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্মকর্তা,সহ বিশিষ্ট শিক্ষাবিদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি । এদিন মঞ্চে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে গবেষণা মূলক একটি বই ও প্রকাশ করা হয়।জানা গেছে বীরভূম, হুগলী পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি কলেজের ২১২জন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেছেন। সংশ্লিষ্ট বিষয়ের উপর বিজ্ঞানের অগ্রগতি নিয়ে বিভিন্ন কলেজের বিশেষজ্ঞ অধ্যাপকরা বিভিন্ন রিসার্চ এবং তাদের গবেষণা পত্র  এই সম্মেলনে তুলে ধরেন প্রথম দিনে। দ্বিতীয় দিনেও সম্মেলনে একই ভাবে বক্তব্য রাখবেন বিভিন্ন কলেজের বিশেষজ্ঞ অধ্যাপকরা বলে জানা গেছে। মঙ্গলবার সম্মেলনের সূচনার পর রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দেশের বিজ্ঞানের অগ্রগতি নিয়ে

বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপের সুরে বলেন বিশ্বের উন্নত বিভিন্ন দেশে যেখানে ৭৪% অধিক খরচ হয় বিজ্ঞানের গবেষণার কাজে সেখানে আমাদের দেশের বিজ্ঞানের উপর গবেষণা কাজে মাত্র ১% অর্থ খরচ করা হয়। তারপর ও দেশের ও রাজ্যের বিজ্ঞান বিষয়ের উপর সাফল্য রয়েছে চোখে পড়ার মতো।এই বিষয়ে দেশের ও রাজ্যের বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যুক্ত সকল বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত সদস্যদের কুর্নিশ জানান।রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুরের গভর্মেন্ট কলেজে এই সম্মেলন করার জন্য মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ধন্যবাদ জানান। মন্ত্রী প্রদীপ মজুমদার ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর কর্মজীবনে বিজ্ঞান ও কৃষি গবেষণা নিয়ে তার আন্তজার্তিক স্তরের বিভিন্ন কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মেলনে। বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রতিনিধি এবং জেলা শাসক ও বক্তব্য রাখেন এদিন। দুর্গাপুর গভর্মেন্ট কলেজের প্রথম দিনের এই বিজ্ঞান প্রযুক্তি সম্মেলনে উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

 

 

error: Content is protected !!