পানাগড় রেলপাড়ের এক ই পরিবারের ৩জন খুনের ঘটনায় গ্রেপ্তার আরেক জন

 

 

রবিবার,৭ই জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : পানাগড়ের রেলপাড়ে ৩জনের খুনের ঘটনায় এবার গ্রেফতার হলো রেলপাড়ের সারদাপল্লীর এক যুবক।ধৃতের নাম শেখ জুনেদ ওরফে পাপ্পু। ধৃতকে রবিবার দুপুর ১টা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।ধৃতের পানাগড় ও রাজবাঁধে দু জায়গায় দুটি বাড়ি আছে।শনিবার গভীর রাতে পানাগড়ের রেলপাড়ের সারদাপল্লীর বাড়ি থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।গত নভেম্বর মাসের ১০ তারিখে পানাগড়ের রেল পাড়ের বাসিন্দা রাজা বিশ্বকর্মার বাড়ি থেকে ৩জনের মৃতদেহ উদ্ধার হয়।মৃতরা হলেন সিমরণ বিশ্বকর্মা(২৩),সীতা দেবী(৭০),ও সনু বিশ্বকর্মা(২১)।সীতাদেবী ও সনু বিশ্বকর্মা ঝাড়খণ্ডের বাসিন্দা।জানা গিয়েছে, রেলপাড়ের বাসিন্দা ধনঞ্জয় বিশ্বকর্মা তার স্ত্রীকে নিয়ে আসামে বেড়াতে গিয়েছেন। ছোট মেয়ে সিমরন বাড়িতেই ছিলেন। সিমরনের দিদিমা সীতাদেবী ও মামা সোনু ঝাড়খন্ড থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।সিমরনের কাকিমা রিঙ্কি বিশ্বকর্মা বাড়িতে কাজ করছিলেন। গত নভেম্বর মাসের ১০ তারিখে সকাল সাড়ে ৮টা নাগাদ মাথায় হেলমেট পড়ে বাইকে করে এক ব্যাক্তি বাড়িতে আসে। কিছুক্ষণ পর আবার বেরিয়ে চলে যায়। ঘটনার দিন এমনটাই জানিয়েছিলেন সিমরণের কাকিমা রিঙ্কি বিশ্বকর্মা।ঘটনার দিন দুপুর বারোটা নাগাদ প্রতিবেশীরা সোনুকে বাড়ির উঠোনে বাকিদের ঘরের ভেতরে তাও আলাদা আলাদা ঘরে খাটের উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।কে খুন করেছে ওই তিন জনকে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমে একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এর পর ফোনের সূত্র ধরে প্রায় দেড় মাস পর চলতি মাসের গত ২তারিখে রাতে সিমরণের কাকিমাকে গ্রেফতার করে জানুয়ারির ৩তারিখে মহকুমা আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতে নেয় কাঁকসা থানার পুলিশ।তদন্তে নেমে পুলিশ মহম্মদ জুনেদের নাম জানতে পারে।জানা গেছে জুনেদের সাথে সিমরণের কাকিমা রিঙ্কি বিশ্বকর্মার অবৈধ সম্পর্ক ছিলো।একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে জুনেদের ঘনঘন যাতায়াত ছিলো তাদের বাড়িতে। একই সাথে সিমরণের সাথেও অবৈধ সম্পর্ক গড়ে ওঠে জুনেদের।এরই মধ্যে জুনেদ সিমরণকে বিয়ে করার মনস্থির করে বসে।পুলিশের অনুমান জুনেদের থেকে সিমরণকে দূরে সরাতেই হত্যার পরিকল্পনা করা হতে পারে।অন্যদিকে ঘটনার দিন বাড়িতে আরও দুইজন উপস্থিত থাকায় প্রমান লোপাট করতে তাদেরকেও খুন করা হয় এমনটাই অনুমান পুলিশের।তবে এই ঘটনার সাথে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশের।।

error: Content is protected !!