রবিবার,৭ই জানুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : অন্ডাল থানার কাজোড়া লচিপুর মাঝিপাড়ার বাসিন্দা সুদীপ অধিকারী নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনার কিনারা।
গত ডিসেম্বর মাসের ২৭ তারিখ সুদীপ বাবু সপরিবারে বাড়িতে তালা দিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মায়াপুর নবদ্বীপ । আর সেই সুযোগ কাজে লাগিয়ে চোরেরা বাড়ির প্রধান দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে বেশ কয়েক ভরি সোনার গহনা, এলইডি টিভি ও টাকা নগদ চুরি করে নিয়ে যায় চোরেরা বলে অভিযোগ করেন সুদীপ অধিকারী । সেই মুহূর্তে ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ এসে তদন্ত শুরু করে।পুলিশ সূত্রে খবর চুরির ঠিক ২৪ ঘন্টার মধ্যেই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে। চুরির ঘটনায় মূল অভিযুক্ত দাগী আসামী মোহম্মদ আসিফ(২২) ও মোহাম্মদ রাজা (২০) নামে দুই যুবক।দুজনেই আসানসোলের জাহাঙ্গীর মহল্লার বাসিন্দা বলে জানা যায়। অভিযুক্তদের আদালতে পেশ করলে আদালত মোহম্মদ আসিফ কে চারদিন ও মোহম্মদ রাজা কে ছয় দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ দুই দাগী আসামীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করতেই সমাধান হয় রহস্যের। উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত কাঁশা ও পিতলের বাসন পত্র, এলসিডি টিভি,এছাড়াও দুষ্কৃতীরা সোনার গহনা ৭৬৫০০ টাকায় বিক্রি করে কোন এক ব্যক্তিকে। উদ্ধার হয় সেই নগদ ৭৬৫০০ টাকাও। পুলিশ এখন সেই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি পুলিশ হেফাজতের মেয়াদ শেষে ধৃত দুই দুষ্কৃতী কে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে আবার একবার পেশ করা হল ।