শনিবার,৬ ই জানুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : শীত মরসূমে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উৎসব আর বিভিন্ন প্রদশর্নী মেলা খেল প্রতিযোগিতা। জাঁকিয়ে শীত আর সেই সঙ্গে বিভিন্ন উৎসব দুর্গাপুরের মানুষ এখন উৎসব মূখর। দুর্গাপুর উৎসবের পর পরই শুরু হয়েছে কল্পতরু উৎসব সেই সঙ্গে ফুলঝোড়ে হচ্ছে পুষ্প প্রদর্শনী দুর্গাপুরের বিভিন্ন এলাকায় চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । সৃজনীতেও নামিদামি শিল্পীদের গানের অনুষ্ঠান চলছে প্রতিদিন। এবার শুরু হলো দুর্গাপুরের আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে রাজস্থানি উৎসব।৬ই জানুয়ারি শুরু হয়েছে রাজস্থানি উৎসব। চলবে ১৪ ই জানুয়ারি পর্যন্ত। এক অন্য ধরনের এই উৎসব। রাজস্থানি উৎসবে রাজস্থানের সংস্কৃতি খাদ্য বস্ত্র বাসস্থান সব ই তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে।যেন এক টুকরো রাজস্থান উঠে এসেছেদুর্গাপুরে। প্রতিদিন থাকছে রাজস্থানি ফোক গান সঙ্গে রাজস্থানি নাচের অনুষ্ঠান।আছে উট।এক কথায় কমপ্লিট রাজস্থানি ফ্লেভার।যারা গেছেন তাদের এবং রাজস্থান এখনো যেতে পারেননি তাদের কাছে ও খুব ই উপভোগ্য এই রাজস্থানি উৎসব।
ছবি : অনন্ত কর্মকার