শনিবার,৬ই জানুয়ারি ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল: ডিপিএলের স্থানান্তরিত শ্রমিকদের কারখানার গেটে ঢুকতে দেওয়া হয়নি।সেই প্রতিবাদে শনিবার সকালে শ্রমিক বিক্ষোভে উত্তাল হলো। এক বছর আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার বেশকিছু শ্রমিক কে স্থানান্তরিত করা হয় বিভিন্ন জেলায়। শনিবার সকালে এক নম্বর গেটে স্থানান্তরিত হওয়া শ্রমিকদের এক প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে এলে কারখানা কর্তৃপক্ষ তাদের গেটেই আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা বলে অভিযোগ। তাদের অভিযোগ প্রায় এক বছর আগে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কারখানার ৩৩২ জন শ্রমিককে বিভিন্ন জেলায় স্থানান্তরিত করা হয়। যাদের মধ্যে এই এক বছরে প্রায় ৮ জন শ্রমিক মারা গেছেন বলে জানা যায়। এরপরই ওই স্থানান্তরিত হওয়া শ্রমিকরা দুর্গাপুর প্রজেক্ট ডেপ্লয়েড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এক সংগঠন তৈরি করেন। এদিন ওই সংগঠনের পক্ষ থেকে মৃত শ্রমিকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কারখানার গেটে। পাশাপাশি স্থানান্তরিত হওয়ার শ্রমিকরা তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানাতে কারখানার গেটে জড়ো হয়। অভিযোগ সেই সময় তাদেরকে কারখানার গেটে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কারখানার গেটে।এর প্রতিবাদে স্থানান্তরিত হওয়া শ্রমিকরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেন।