দুর্গাপুরের জ্যাক এন্ড জিল একাডেমীর বার্ষিক অনুষ্ঠান

শনিবার,৬ই জানুয়ারি ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের অন্যতম সেরা কচিকাঁচাদের ইংরেজি মাধ্যম স্কুল জ্যাক এন্ড জিল একাডেমীর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায়। দুর্গাপুরের স্টিল টাউন শিপের দয়ানন্দ এভিনিউ তে এই ইংরেজি মাধ্যম স্কুলটি বর্তমানে শিশু শিক্ষা বিস্তারে দুর্গাপুরের অন্যতম স্কুল। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের স্টিল টাউন শিপের এজোন নেতাজি ভবনে স্কুলের কচিকাঁচা থেকে অভিভাবক এবং স্কুলের শিক্ষিকাদের মনোরঞ্জন করতে স্কুলের বার্ষিক অনুষ্ঠান মিলন উৎসবে পরিনত গেল। কচিকাঁচাদের নাচ গান থেকে স্কুলের শিক্ষিকা

এবং সঙ্গে সঙ্গে খুদে পড়ুয়াদের অভিভাবকদের ও উৎসাহ দিতে বিভিন্ন পারফরম্যান্স মঞ্চস্থ হয় এদিন। দুর্গাপুরের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে অনুষ্ঠানের এদিন সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক ডা সৌরভ চট্টোপাধ্যায়। মহকুমা শাসক স্কুলের কচিকাঁচাদের উৎসাহ দিতে তিনি স্মৃতি মন্থন করেন তার স্কুল জীবনের।স্কুলের প্রিন্সিপাল রীনা রায় বলেন স্কুলে এখন কচিকাঁচাদের প্রচুর পড়াশোনার চাপ। তাদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা জগতে বিরাট প্রতিযোগিতা চলছে।তাই পড়াশোনাকে সহজ করে কচিকাঁচাদের মগজস্থ করতে জ্যাক এন্ড জিল

একাডেমী   নাম মাত্র খরচেই ঘরোয়া পরিবেশে নিত্য নতুন আঙ্গিকে হাতে ধরে কচিকাঁচাদের স্কুলের  পড়াশোনা থেকে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় শেখানো হয়। রীনা রায় বলেন জ্যাক এন্ড জিল একাডেমীর শিক্ষিকারা নিরলস প্রচেষ্টা চালান তাদের সেরা শিক্ষা টাই দিতে পড়ুয়াদের মধ্যে।তাই দুর্গাপুরের   অনেক নামিদামি স্কুলের মধ্যে অভিভাবকদের কাছে আজো এই স্কুল শিশু শিক্ষা বিস্তারে বিশ্বস্ত  এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ।

error: Content is protected !!