কেন্দ্রের নুতন নিয়মের প্রতিবাদে বাস ধর্মঘট ভোগান্তি সাধারণ মানুষের

 

 

বুধবার,৩রা জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : চালকদের উপর কেন্দ্রের নতুন নিয়ম লাগু করার প্রতিবাদে এবার বাস বন্ধ করে ধর্মঘটে নামলো বাস চালক ও বাস মালিকরা।

বুধবার সকাল থেকে পানাগড় বাজারের বিভিন্ন প্রান্তে বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামে।তাদের দাবি কেন্দ্র সরকার যে নতুন নিয়ন লাগু করেছে চালকদের উপর। তাতে বাস চালকদের বাস চালাতে গেলে সমস্যায় পড়তে হবে।

তাই যতক্ষন না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততক্ষণ তারা বাস চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।অন্যদিকে রাস্তায় বাস না চলায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।তাদের অভিযোগ ঘন্টার পর ঘন্টা তারা বাস স্টান্ডে দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। সময়মত কর্মস্থলে না পৌঁছাতে পারলে তারা বেতন পাবেন না।তাদের সংসার চালাতে সমস্যায় পড়তে হবে। বাস ধর্মঘটে এক ই সমস্যা জেলা জুড়ে। রাস্তায় বেরিয়ে চুড়ান্ত দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

error: Content is protected !!