ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃত্যু দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে বিক্ষোভ

বুধবার,৩রা জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল  : ভুল চিকিৎসার জন্য রোগীর মৃত্যু হয়েছে।এই অভিযোগ তুলে  রোগীর পরিবারের লোকজন তুমুল বিক্ষোভ দেখায় দুর্গাপুরের বিধান নগরের এক বেসরকারি হাসপাতালে। জানা গেছে  ইএসআই হাসপাতালের নিরাপত্তাকর্মী সুরঞ্জন দে   বুকে ব্যথা নিয়ে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে গত  ডিসেম্বর মাসের ৩০ তারিখে ভর্তি হন। উন্নততর চিকিৎসার জন্য সুরঞ্জন বাবুকে  ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করে দেয় এক বেসরকারি হাসপাতালে। সুরঞ্জন বাবুর পরিবার পরিজনদের অভিযোগ  অসুস্থ সুরঞ্জন বাবুকে ঔ ‌‌হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে  ছেড়ে দেয় মঙ্গলবার । কিন্তু বাড়ি গিয়ে সিড়িতে ওঠার সময় সুরঞ্জন বাবুর (৫৪) মৃত্যু হয় ৷ এই ঘটনায় ক্ষিপ্ত সুরঞ্জন বাবুর  পরিবার পরিজনরা এসে তাদের ক্ষোভ উগড়ে দেয় সেই হাসপাতালে । ক্ষোভে ফেটে পড়েন তারা। সুরঞ্জন বাবুর মৃত্যুর জন্য দায়িত্ব প্রাপ্ত চিকিৎসককেই দায়ী করে আর্থিক ক্ষতিপূরণ ও চিকিৎসকের শাস্তির দাবি করেন। হাসপাতালের বাইরে প্রবল বিক্ষোভ চলতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ অবস্থা বেগতিক দেখে  নিউ টাউন শিপ থানার পুলিশকে খবর দেয়। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতাল চত্তরে বিক্ষোভ দেখায় পরিবার-পরিজনেরা।  ‌‌হাসপাতাল কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করে। তবে হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা রোগীর পরিবারের লোকজনদের বোঝানোর চেষ্টা করেন যে রোগীর মৃত্যু হঠাৎ হয়েছে।ছুটির সময় উনি ভালো ছিলেন।এরসঙ্গে চিকিৎসার গাফিলতির কোন সম্পর্ক নেই। হার্ট অ্যাটাক তো যেকোন সময় ই হতে পারে। এর সঙ্গে ভুল চিকিৎসার অভিযোগ ভিত্তি হীন।

error: Content is protected !!