বুধবার,২৭ শে ডিসেম্বর ২০২৩
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডারদের নিয়ে বিউটি ও ট্যালেন্ট শো ‘অন্যঋতু ‘ অনুষ্ঠিত হলো দুর্গাপুরে। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে রাজ্যের বিভিন্ন জেলার কুড়ি জন ট্রান্সজেন্ডার এই প্রতিযোগিতায় অংশ নেন। চুড়ান্ত পর্যায়ে তিনজন প্রতিযোগির মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। আয়োজক সংস্থার পক্ষে অর্পিতা সেনগুপ্ত বলেন সমাজের মূলস্রোতের মানুষদের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের মেলবন্ধন করতেই আমাদের এই উদ্যোগ। এতদিন বাঁকা চোখে দেখা হতো সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের। কিন্তু যুগ সময় পাল্টেছে। এখন তৃতীয় লিঙ্গের মানুষরা শুধু ঢোল হাততালি নয়। সন্মানের সঙ্গে মাথা উঁচু করে জীবন জীবিকা নির্বাহ করছে।তারা এখন ক্রিয়েটিভ কিছু করেই জীবিকা নির্বাহ করে।তাই এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অর্পিতা সেনগুপ্ত বলেন এটি রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডারদের সৌন্দর্য প্রতিযোগিতা।যেখানে নিজেরা নিজেদের কমিউনিটির মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। অর্পিতা বলেন অন্য রঙ রুপে আত্মপ্রকাশ তাই অন্য ঋতুর আয়োজন করা হয়েছে। অর্পিতা বলেন শিলিগুড়ি মালদা থেকে বহরমপুর বর্ধমান কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কুড়িজন প্রতিযোগিতা একদিনের প্রতিযোগিতায় অংশ নেন। অর্পিতা বলেন আমি এবং আমরা মেনে নিয়েছি ট্রান্সজেন্ডার তাই আপনি ও নিজেদের করে মেনে নেন এতে সমাজের ই উপকার হবে একদিন। রুপান্তরকামী কাঞ্চনা রায় এবং কথা সরকার বলেন আমরা এখনো ভাবতে পারছি না। আমরা কোন বিউটি ও ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছি। এতদিন তৃতীয় লিঙ্গের মানুষদের চরম অবহেলা করা হতো।সেই অবহেলা বঞ্চনা সরিয়ে আজ আমরা মূলস্রোতের মানুষদের সঙ্গে একসঙ্গে পথ চলতে পারছি।এটাই ভেবে আমাদের ভালো লাগছে।অন্য ঋতু আয়োজক সংস্থার আরেক কর্মকর্তা অনুপ্রিয় মুখোপাধ্যায় বলেন এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা এই প্রথম অনুষ্ঠিত হলো এই রাজ্য। এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা টি খুব চ্যালেঞ্জিং। আমরা সফল হয়েছি এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা করতে আমাদের শহর দুর্গাপুরে।যা রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডারদের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সমাজের মূলস্রোতের মানুষদের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের মেলবন্ধন ঘটাবে এই সৌন্দর্য প্রতিযোগিতা টি। অনুপ্রিয় মুখোপাধ্যায় বলেন ভবিষ্যতে ও আমরা আবার এই ধরনের সাহসী পদক্ষেপ নেবো আমাদের শহরেই।