সামাজিক সচেতনতার লক্ষ্যে Durgapur Society for Paws and Claws এর সচেতনতা অভিযান দুর্গাপুরে

বৃহস্পতিবার ,২৮ শে ডিসেম্বর ২০২৩

 

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : গত কয়েকদিন আগে দুর্গাপুরের স্টিল টাউন শিপের হোস্টেল এভিনিউতে একটি পথ সারমেয়কে ফুটন্ত গরম জল গায়ে ঢেলে দেয়। সারমেয়টি পুড়ে যায়।সারমেয় টির অপরাধ ছিল ও খাবারের উচ্ছিষ্ট খেতে হোস্টেল এভিনিউর খাবারের দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। এই নৃশংসতার এর বিরুদ্ধে গর্জে ওঠে দুর্গাপুরের অন্যতম পশুপ্রেমী এবং পরিবেশ সচেতন সংগঠন Durgapur Society for Paws & Claws । কেবলমাত্র দুর্গাপুরের হোস্টেল এভিনিউ ই নয়। দুর্গাপুরের যেখানে যেখানে পথ সারমেয়দের উপর এই ধরনের নৃশংসতা হয় বা বেআইনি ভাবে গাছ হয় সেখানেই ঝাঁপিয়ে পড়ে এই পশুপ্রেমী এবং পরিবেশ সচেতন সংগঠনটির সদস্যরা। বুধবার একইভাবে দুর্গাপুরের স্টিল টাউন শিপের হোস্টেল এভিনিউতে প্রতিবাদ সভার পাশাপাশি এক সামাজিক সচেতনতা অভিযান করা হয়। এই সভায় পথ সারমেয় সহ কোন অবলা পশুর উপর অত্যাচার বন্ধে কিকি করনীয় সেই ব্যাখা দেন উপস্থিত সংগঠনের বক্তারা।ফের শহরের বুকে এই ধরনের নৃশংসতা ভবিষ্যতে ঘটলে কি আইনে দোষীর চরম শাস্তি হতে পারে সেই বিষয়ে ও সতর্ক করা হয়। বুধবার দুর্গাপুরের বন বিভাগের আধিকারিকরা ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় গাছ লাগানোর পরামর্শ দেন।

error: Content is protected !!