পানাগড় শিল্প তালুকে কাজের দাবিতে আমরন অনশনে ১০৫ জন লরি চালক

 

 

বৃহস্পতিবার,২৮ শে ডিসেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : কাজের দাবিতে কারখানার গেটের সামনে আমরণ অনশনে বসলো তৃণমূল শ্রমিক সংগঠনের ১০৫ জন লরি চালক। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার বটলিং প্লান্টের গেটের সামনে অনশনে বসেন চালকরা।

অনশনকারীদের অভিযোগ যে সমস্ত চালকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহন সংস্থার গাড়ি চালাতেন। এই পরিবহন সংস্থা গুলি বরাত না পাওয়ার কারণে তারা কর্মহীন হয়ে পড়েন।গত ডিসেম্বর মাসের ১ তারিখে যে সমস্ত পরিবহন সংস্থা নতুন করে বরাত পেয়েছে তাদের কাছে কাজের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি।

এমনকি প্লান্ট কর্তৃপক্ষকে তাদের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ।এই বিষয়ে তারা দলের উচ্চ নেতৃত্বকে জানালেও কর্তৃপক্ষ দলের উচ্চ নেতৃত্বের কথা মানছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের স্থানীয় গাড়ির চালকদের বাদ দিয়ে বহিরাগত চালকদের নিয়ে নতুন পরিবহন সংস্থা কাজ চালাচ্ছে।যতক্ষণ না তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হবে ততক্ষণ তাদের আমরণ অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অনশনকারীরা।

error: Content is protected !!