পথ দুর্ঘটনা রুখতে দুর্গাপুরে ট্রাফিক পুলিশের সঙ্গে যমরাজ রাস্তায় দাঁড়িয়ে সচেতনতার পাঠ দিলেন

মঙ্গলবার,২৬শে ডিসেম্বর ২০২৩

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : সান্তাক্লজ এর পর এবার স্বয়ং যমরাজ রাস্তায় দাঁড়িয়ে বিনা হেলমেটের  বাইক চালকদের হেলমেট পরার  এবং মদ্যপ অবস্থায় বাইক না চালানোর নিদান দিলেন। দুর্গাপুরের ভকৎ সিং মোড় দুর্গাপুর স্টিল টাউন শিপের এজোনের আশীষ মার্কেট এবং চন্ডীদাস মার্কেটের রাস্তায় মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকরা অভিনব পন্থা অবলম্বন করে পথ চলতি মানুষকে নকল যমরাজ সঙ্গে নিয়ে নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দিলেন।শীত মরসূমে পিকনিকের আমেজ।যাতে পথ দুর্ঘটনা রোধ করা যায় তাই এই পথ সচেতনতা অভিযান বলে জানা গেছে। প্রতিদিন নুতন নুতন পন্থা অবলম্বন করে দুর্গাপুরের সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় প্রচার করছেন। দুর্গাপুরের সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক বলেন আমরা আগামী বছরের মধ্যে দুর্গাপুরে জিরো পার্সেন্ট পথ দুর্ঘটনা করতে চাই।তাই এত জোর দেওয়া হয়েছে পথ সচেতনতার উপর। ট্রাফিক আইন ভাঙ্গলে কেবলমাত্র ফাইন নিলেই হবে না। মানুষ কে পথ দুর্ঘটনা রুখতে সচেতন করতে হবে।তাই আমরা পথ দুর্ঘটনা রুখতে সচেতনতার উপর ই বেশি জোর দিয়েছি। সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে নাকা চেকিং চলবে। আমাদের।

error: Content is protected !!