২৫ শে ডিসেম্বর ২০২৩
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর স্টিল টাউন শিপের উইলিয়াম কেরি রোডে একটি মিষ্টির দোকানে বদ্ধ ঘরে দম বন্ধ হয়ে দুই কর্মীর মৃত্যু এবং ছয় জন গুরুতর অসুস্থ। বদ্ধ ঘরে কাঠ কয়লার উনুনের গ্যাসে না গ্যাস সিলিন্ডারের গ্যাস লিকে দুই কর্মীর মৃত্যু বা অসুস্থ ছয় কর্মীরা না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।মৃত দুই কর্মীর নাম অতনু রুইদাস এবং বিধান বাউরী দুজনের বয়স ই একুশ বছর।মৃত ও অসুস্থ সকলের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অসুস্থ ছয় মিষ্টি র দোকানের কর্মী বর্তমানে দুর্গাপুরের শোভা পুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ গোট ঘটনা তদন্তে নেমেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে অন্য দিনের মতোই রাতে মিষ্টির দোকানের আট কর্মী ঘুমোতে যান দোকানের গো ডাউনে অর্থাৎ যেখানে মিষ্টি তৈরি করা হয়। ওখানে একটি মিষ্টি তৈরির উনুন ছিল এবং একটি রান্নার গ্যাস সিলিন্ডার ছিল। বদ্ধ ঘরে কার্বন মনো অক্সাইড গ্যাসে মৃত্যু নাকি কি করনে কর্মীদের দম বন্ধ হয়ে হলো তার বেশ রহস্যময়। জানা গেছে রাতে হঠাৎ তারা খুব দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর এরপর কোন এক কর্মী মিষ্টির দোকানেরমালিক কে বিষয় টি ফোন করে জানান।তিনি এসে অন্যান্য দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পৌছান। তারমধ্যে দুজন কর্মী মারা যান।গোটা ঘটনাটি বেশ রহস্যময়। পুলিশ খব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।