পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ দুর্গাপুরে

বৃহস্পতিবার,২১শে ডিসেম্বর ২০২৩

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল :  পিকনিকের মরসুমে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বার্তা নিয়ে বৃহস্পতিবার সকালে ড্রাঙ্ক এন্ড ড্রাইভের উপর এক অভিনব সচেতনতা অভিযান হয় দুর্গাপুরে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মকর্তারা দুর্গাপুরের স্টিল টাউন শিপের দুর্গাপুর হাউজের কাছে কৃত্রিম  এক পথ দুর্ঘটনার চিত্র তুলে ধরে সচেতনতা অভিযান করে। কৃত্রিম এক বাইক ও চারচাকা মুখোমুখি সংঘর্ষের বাস্তব চিত্র তুলে ধরে পথ দুর্ঘটনা রোধে সচেতনতা অভিযান করেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের কর্মকর্তারা। এদিন মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বার্তা দিতে রাস্তায় স্কুলের কচিকাঁচাদের ও সামিল করা হয়। রাস্তায় চলমান গাড়ি বাইক অটো সকলকে প্রচার পত্র বিতরণ করে মদ্যপ বা‌ শুকনো নেশা অবস্থায় গাড়ি না চালানোর জন্য বোঝানো হয় দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। দুর্গাপুর স্টিল টাউন শিপের দুর্গাপুর হাউসের সামনে রাস্তায় দাঁড়িয়ে এদিন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ উপর সচেতনতা অভিযানের নেতৃত্ব দেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক।  ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বন্দোপাধ্যায়, নন্দন দত্ত এবং অন্যান্য সকল ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার রাও ছিলেন এই অভিযানে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক বলেন শহরে শীত পড়েছে জাকিয়ে।বড় দিন বা গোটা ডিসেম্বর জানুয়ারি মাসে পিকনিকের মরসূম। মানুষ আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এই পিকনিক মরসূম উপভোগ করেন। অনেকেই এই পিকনিক মরসূম কে আরো আনন্দময় করতে মদ্যপান বা শুকনো নেশা করে বেপরোয়া গাড়ি চালান।এতে দেখা গেছে প্রচুর মানুষ পথ দুর্ঘটনায় কবলে পড়ে প্রান হারায়।বরাত জোরে বেঁচে ফিরলে জীবিত দের অঙ্গ হানি ঘটে। খুব মর্মান্তিক ঘটনা গুলি ঘটে চোখের সামনে। তাই এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড উৎসব মুখর মানুষ কে সচেতন করতে পথে নেমেছে।বিনয় বাবু বলেন এই রাস্তার উপর দিয়ে নাচন ড্যাম সহ বিভিন্ন দুর্গাপুরের পিকনিক স্পটে মানুষ যাতায়াত করে।মদ্যপ অবস্থায় বেনিয়মে দ্রুত গতিতে বাইক চারচাকা চালান।এতে দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই।পথ চলতি সাধারণ মানুষের ও বিনা দোষে পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রান হারায়।সব দিক বিবেচনা করেই পথ দুর্ঘটনার রুখতে আমাদের এই ট্রাফিক পুলিশের অভিযান করছি আজ। আগামীদিনে ও এই ধরনের অভিযান চলবে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বলে জানান বিনয়বাবু।

 

 

error: Content is protected !!