ডেঙ্গুর প্রকোপ নিয়ে দুর্গাপুরের ৩১ নং ওয়ার্ডে ভুক্তভোগীদের ক্ষোভ

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল :  ভুরি ভুরি অভিযোগ হচ্ছে বিভিন্ন এলাকায়। অভিযোগ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কাউন্সিলররা উদাসীন। অভিযোগ স্থানীয় মানুষের দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নের নামে হচ্ছে আই ওয়াশ। স্থানীয় মানুষের অভিযোগ যে সত্য তা ফের প্রমানিত হলো। প্রচারে জোর দেওয়া হলেও  দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গুর প্রকোপ নিয়ে এখনো কতটা উদাসীন ।আর তার ফলস্বরূপ ভুগছেন সাধারণ মানুষ।উৎসবের মরসূমের মধ্যে ফের‌ ডেঙ্গুর প্রকোপ দুর্গাপুরের ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। শুক্রবার সকালে ৩১ নং ওয়ার্ডের নুনিয়া পাড়ায় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মীরা গেলে  পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এক গুচ্ছ অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন সদ্য সুস্থ হয়ে ওঠা ডেঙ্গু রোগী বিবেক কুমার চৌহান ও তার পরিবারের লোকজন। কেবলমাত্র বিবেক চৌহান নন এই রকম অনেকেই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ক্ষোভ উগরে দিলেন। বিবেক চৌহান এর সঙ্গে  বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বাস্থ্য কর্মীরা।তাদের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে এলাকায় কোন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়না। নিকাশি নালা সারাবছর অপরিষ্কার থাকে।স্থানীয় কাউন্সিলর কে বলেও কোন কাজের কাজ হয়না।যা কিছু কাজ হচ্ছে পুরসভার ভোটের লক্ষে নগর নিগমের স্বাস্থ্য কর্মকর্তারা শুধু প্রচারে জোর দিয়েছে।আর মিডিয়ার লোকদের  সঙ্গে নিয়ে আসছে এলাকায় এলাকায় কাজ দেখাতে। বাস্তবে কোন কাজ হয়না এলাকায় ।তাই আমরা এত ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি।বিবেক চৌহান বলেন আমি নিজে এগারো দিন হাসপাতালে ভর্তি ছিলাম। কেউ খোঁজ খবর রাখেনি আমার।যদিও দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ তথা নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি সুকৌশলে স্থানীয় মানুষের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এলাকায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়। সারা বছর পুরসভার কর্মীরা ওখানে কাজ করে দুই শিফটে। দক্ষ প্রশাসকের ভূমিকায় রাখি তেওয়ারি উল্টে সমস্ত দোষ স্থানীয় মানুষের ঘাড়ে চাপিয়ে বলেন আমরা কাজ করছি মানুষের জন্য সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের ও সহযোগিতা দরকার। শুধু শুধু মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন নির্দিষ্ট সময়ে ভোট না করে তৃনমূল কংগ্রেস প্রশাসক বসিয়ে মানুষের পরিষেবা বিঘ্নিত করছে তৃণমূল। উল্টে দোষী করছে ভুক্তভোগী সাধারণ মানুষকে। বিজেপি নেতৃত্ব ও দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য নিয়ে উদাসীনতার বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেয়। বিজেপি কর্মীরা বলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য পরিষেবা দেবার নামে চরম দুর্নীতি হয়েছে। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মকর্তারা গত দশ বছরে ফুলে ফেঁপে উঠেছে। তাদের দেখলেই বোঝা যায় দুর্গাপুরের স্বাস্থ্যের হাল কি হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যের সব টাকা নজছয় হয়েছে।আমরা এর  পূর্নাঙ্গ তদন্ত চাইছি কেন্দ্রীয় এজেন্সির কাছে ।

error: Content is protected !!