ছট পূজোতেও পূজো সামগ্রীর বাজার দর অগ্নিমূল্য

শনিবার,১৮ ই নভেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : রাত পোহালেই রবিবার ছট পূজো।দূর্গা পূজো ,কালী পূজো লক্ষী পূজোর মতোই হিন্দি ভাষীদের ছট পূজোতেও পূজোর সামগ্রী বাজারদর অগ্নিমূল্য। বাজারে ছট পূজোর সামগ্রীর অগ্নিমূল্য। নারকেল কলা ঝুড়ি থেকে কুলো করার কান্দি সব চড়আ দামে বিক্রি হচ্ছে। বাজারে দামের কোন নিয়ন্ত্রন নেই স্থানীয় প্রশাসনের হাতে।পূজোর প্রয়োজনে বাধ্য হয়ে ছট পূজোর ব্রতীদের চড়া দামেই ছট পূজোর সামগ্রী চড়া দামেই কিনতে হচ্ছে।পনেরো দিন ধরে সংযম পালন করে রবিবার গোধূলি বেলায় জলাশয়ে সূর্য দেবের আরাধনা করবেন এট পূজোর ব্রতীরা।তাই শনিবার পূজোর সামগ্রী কেনাকাটা করতে ব্রতীরা সকলেই বাজারে জমায়েত হয়েছেন।দুর্গাপুরের বেনাচিতি বাজারে গিয়ে দেখা গেল ছট পূজোর প্রতিটি জিনিসের চড়া দাম। ব্রতীরা বাধ্য হয়ে কিনছেন পূজো সামগ্রী।

error: Content is protected !!