শুক্রবার,১৭ ই নভেম্বর ২০২৩
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে শুক্রবার দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের ছট পূজো কমিটি গুলির হাতে মেডিকেল কিট তুলে দেয়া হয়। ছট পূজোর সময় পুকুর ঘাটে প্রচুর মানুষের সমাগম হয়।কোন কারনে কোন দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা দিতে ফাস্ট এড বক্সের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেই এই মেডিকেল কিট বিতরণ। শুক্রবার দুর্গাপুর নগর নিগমে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই মেডিক্যাল বিতরণ করা হয় ছোট পূজোর আয়োজকদের। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানান ছট পূজোয় পুকুর ঘাট গুলিতে প্রচুর সংখ্যক মানুষের জনসমাগম ঘটে। সেই কারণে কোন রুপ দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা দিতে মেডিক্যাল কিট বিতরণ। তাছাড়া দুটি অ্যাম্বুলেন্সকেও রাখা হচ্ছে যাতে করে কেউ অসুস্থ হলে দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
দুর্গাপুর নগর নিগম আরেক প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব জানান দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুরের বিভিন্ন পুকুরগুলি ও দামোদর ব্যারেজে ঘাট গুলিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। যাতে করে ছট পুজোতে ব্রতীরা নির্বিঘ্নে পুজো দিতে পারেন।২০১২ সাল থেকে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দুর্গাপুরে।