শুক্রবার ,১৭ই নভেম্বর ২০২৩
সুজিত ভট্টাচার্য, কাঁকসা, নিউজ বাংলা ডিজিটাল : কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের সামনে ছোট বাঁধে মাছ ধরার জালে ধরা পড়লো একটি ময়াল সাপ। আনুমানিক ৫ থেকে ৬ ফুট দৈর্ঘ্য এবং ৪ কিলো ৫০০গ্রাম ওজনের এই সাপটি। সাপটি ধরা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বামুনাড়া গ্রামে। সাপটি ধরা পড়ার খবর ছড়াতেই বামুনারা গ্রামবাসীরা সাপটি দেখতে ভিড় জমায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা ।
কাঁকসার গোপালপুর পঞ্চায়েত প্রধানের তৎপরতায় সাপটিকে গোপালপুর বন বিভাগ দপ্তরের কির্মীদের হাতে তুলে দেওয়া হয়।