এন আইটির ইন্টার ফুটবল ও পাওয়ার স্পোর্টসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উৎসবের আমেজ

সোমবার,৬ই নভেম্বর ২০২৩

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল, দুর্গাপুর : দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আয়োজিত অল ইন্ডিয়া ইন্টার এন আই টি ফুটবল এন্ড পাওয়ার স্পোর্টস টুর্নামেন্ট ২০২৩-২৪ সমাপ্তির রবিবার সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত দুর্গাপুরের এন আই টি অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার, দুর্গাপুরের এন আই টির  ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে সহ দুর্গাপুরের এন আই টি বিশিষ্ট অধ্যাপকরা  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতেই এন আই টি র অডিটোরিয়ামটি কানায় কানায় ভরে যায় এবং গোটা অনুষ্ঠানটি উৎসবের আমেজ তৈরি হয়। দুর্গাপুরের এন আই টি আয়োজিত এই প্রতিযোগিতাটির সূচনা হয় ৩রা নভেম্বর। শেষ হয় ৫ই নভেম্বর। দেশের ৩০টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় ওয়েটলিফটিং , পাওয়ার লিফটিং,বডি বিল্ডিং, এবং ফুটবল বিভাগে অংশ গ্রহন করে। খেলাধুলা ও শরীরচর্চায় পড়ুয়াদের আগহ বাড়াতে দেশের বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গুলির মধ্যে এই‌ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। দুর্গাপুরের এন আই টি তে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার এন আই টি ফুটবল এন্ড পাওয়ার স্পোর্টস টুর্নামেন্টে ওয়েট লিফটিং এ চ্যাম্পিয়ন হয় এন আই টি পাটনা। রানার্স আপ হয় এন আই টি দিল্লী। সেকেন্ড রানার্স আপ হয় এন আই টি সুরাটকাল, বেস্ট ওয়েট লিফটার হন লালডং জোয়ালা। পাওয়ার লিফটিং এ চ্যাম্পিয়ন হয় এন আই টি তিরচি, রানার্স আপ হয় এন আই টি পাটনা, সেকেন্ড রানার্স আপ হয় এন আই টি সুরাতকাল, বেস্ট পাওয়ার লিফটার হন কালিকটের মংমেথেম সাগর।বডি বিল্ডিং এ চ্যাম্পিয়ন হয় এন আই টি সুরাতকাল, রানার্স আপ হয় এন আই টি নাগপুর, সেকেন্ড রানার্স আপ হয় এন আই টি জয়পুর, বেস্ট বডি বিল্ডার হন সুরাতকালের জুনেদ জেমিল।ফুটবলে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুরের এন আই টির ফুটবল টিম। রানার্স আপ হয় এন আই টি মেঘালয় এবং সেকেন্ড রানার্স আপ হয় এন আই টি নাগাল্যান্ড, বেস্ট ফুটবল খেলোয়াড়ের খেতাব অর্জন করেন মেঘালয়ের অ্যানথেরেজ সাংমা।বিজয়ী এবং এই প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী টিমের হাতে ট্রফি তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার। এদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যেই প্রতিযোগিদের উৎসাহ দিতে এক এন আই টিতে পড়ুয়া বডি বিল্ডার এর সঙ্গে ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা:  সুভাষ সরকার খেলার ছলে মঞ্চের মধ্যে ই পাঞ্জা লড়েন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা:  সুভাষ সরকার এবং দুর্গাপুরের এন আই টির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে  বলেন এন আই টি র ছাত্রছাত্রীরা দেশের সম্পদ। মেধার বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা এবং শরীর চর্চার ও প্রয়োজন রয়েছে। তাই এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। এবং আগামী দিনেও দেশের অন্যান্য এন আই টি তেও  অনুষ্ঠিত করা হবে।এন আই টি ছাত্রছাত্রীরা ও এই ধরনের প্রতিযোগিতা দুর্গাপুরের এন আই টি তে এবছর হওয়াতে খুশির কথা জানান।

error: Content is protected !!