দর্শনার্থীদের জন্য দুর্গাপুরের ভোজপুরী মঞ্চের জলছত্রের উদ্বোধন

শনিবার,২১ শে অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : প্রতিবছরের মতো এবারও দূর্গাপূজোয় শহরের ঠাকুর দেখতে আসা রাজ্যের দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা তৃষ্ণা মেটাতে দুর্গাপুরের ভোজপুরী মঞ্চ জলছত্রের আয়োজন করলো। দুর্গাপুরের বেনাচিতির নাচন রোডের রাজ সম্মিলনী শপিং মলের সামনে এই জলছত্র করা হয়। জলছত্রটির উদ্ধোধন করেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি। ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জলছত্রটির উদ্ধোধন করা হয়। এদিনের জলছত্রের উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি , তৃণমূল কংগ্রেস নেতা রাজু সিং সহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোজপুরী মঞ্চের সদস্যরা। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ভোজপুরী মঞ্চের মুখ্য কর্তা বিশিষ্ট সাংবাদিক বিপিন শ্রীবাস্তব। উল্লেখ্য দুর্গাপুরের ভোজপুরী মঞ্চ নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। মানুষের কল্যাণে কাজ করে সারা বছর। বিভিন্ন ধর্মীয় উৎসবে দুর্গাপুরের হিন্দিভাষী মানুষ কে সামিল করতে উৎসাহিত করে। তাদের মধ্যে ছটপূজো অন্যতম ।জলছত্রের মাধ্যমে দুর্গাপুর ভোজপুরী মঞ্চ পূজোর চারদিন প্রতিবছরের মতো এবারও মিষ্টান্ন সহযোগে পথচলতি মানুষকে জলদান করেছেন।

error: Content is protected !!