উখায় বন্দোপাধ্যায় পরিবারের পটে দেবী দূর্গা পূজিত হন

বিপুল মৈত্র,নিউজ বাংলা ডিজিটাল ,উখরা : উখড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারে  এক গুচ্ছ গল্প কথা ইতিহাস সম্বলিত পটের দুর্গায় পূজিত হন দেবী। খনি অঞ্চলের উখড়া গ্রামে তেওয়ারি পাড়ায় প্রাচীন প্রথা মেনে আজও  পটের দুর্গা পুজো হয়। স্থানীয় মানুষের প্রবল উদ্দীপনা এই পূজো ঘিরে।এলাকায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো  বলে পরিচিত এই পুজো। সূচনাকালে পুজো-টি ছিল স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের। তার পিছনেও রয়েছে একটি বড় ইতিহাস। কে এই পুজোর সূচনা করেছিলেন তার অবশ্য লিখিত কোনও দলিল বা ইতিহাস কারও জানা নেই।

error: Content is protected !!