সুইডেনে রহস্য মৃত্যু দুর্গাপুরের এক মহিলা গবেষকের

রবিবার, ১৫ ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের এক মহিলা গবেষকের রহস্যজনক মৃত্যু হলো সুইডেনে।নাম রোশনি দাস।বয়স মাত্র ৩২ বছর।রোশনি দাস যে  অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানেই নিজের রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। রোশনির পরিবার সূত্রে জানা গেছে সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন দুর্গাপুরের রোশনি দাস।রোশনির শেষ বারের মতো কথা হয় সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে। তারপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অক্টোবর ১২তারিখ সুইডেন দুতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দুতাবাসের সঙ্গে। এরপর  দিল্লি এবং কলকাতা ভবানী ভবন হয়ে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। কোক ওভেন থানা হয়ে রোশনির মৃত্যুর খবর ১৩ ই অক্টোবর পৌঁছায় রোশনির মায়ের কাছে।রোশনির পরিবার জানায় রোশনির মৃত্যুর পর সুইডিশ সরকারের পুলিশ  এক সুইডিশ নাগরিকেও নাকি গ্রেপ্তার করেছে। সুইডিশ পুলিশ রোশনির মৃত্যুর কারন জানায়নি।তবে কি কারণে মৃত্যুর ঘটনা তা এখনো ভারতীয় দূতাবাস সূত্রেও জানা যায়নি বলে রোশনির পরিবারের দাবি।আর সেটা নিয়ে ধন্দে গোটা পরিবার।

বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া ভারত সরকার কে আর্জি জানিয়েছেন রোশনির মৃতদেহ আনার  ব্যাপারে বলে রোশনির পরিবার সূত্রে জানা গেছে।

error: Content is protected !!