দুর্গাপুরে হবে দ্বিতীয় বর্ষ দূর্গাপুজো কার্নিভাল

 

রবিবার,১৫ ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : দ্বিতীয় বছর দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজোর কার্নিভাল।গত বছরের মতো এ বছরও বর্নাঢ্য কার্নিভালের লক্ষ্যে জেলা প্রশাসন। রবিবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দুর্গাপুজো কার্নিভাল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরাহিত্য করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পোন্নমবলম এস ,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী,মহকুমা শাসক ডা: সৌরভ চ্যাটার্জী,পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত,ডিসিপি পুর্ব কুমার গৌতম সহ কার্নিভ্যাল কমিটির সদস্যবৃন্দ ও দুর্গাপুর ইস্পাত কারখানা সহ বিভিন্ন সরকারী দপ্তরের আধিকারিক। গত বছরের থেকেও এবার অনেক বেশী সাংগঠনিক দক্ষতায় গোটা কার্নিভাল সংগঠিত হবে বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার। গতবছর যে সব ত্রুটি ছিল , তা এবারে মিটিয়ে নেওয়া হবে। দুর্গাপুরের প্রিয়দর্শিনি ঈন্দিরা সরনী দুটি লেনের , গতবারে যে লেনে দর্শকরা বসেছিল , এবার তার বিপরীত লেন দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হবে , যাতে সব দর্শক ভালভাবে কার্নিভ্যাল উপভোগ করতে পারে। উদ্যোক্তাদের পক্ষে ১০ হাজার বসার জায়গা করার কথা ঘোষনা করা হয়েছে।

error: Content is protected !!