শনিবার ১৪ ই অক্টোবর ২০২৩
ব্যুরো নিউজ , নিউজ বাংলা ডিজিটাল : শুভ মহালয়া, পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আর আজকের এই মহা লগ্নে দুর্গাপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে এক মহতি উদ্যোগের আয়োজন করা হয় বস্ত্র বিতরণের। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ১৩০ জন রোগীনিকে নতুন শাড়ি তুলে দেয়া হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি সদ্যোজাত ৫০ জন শিশুকেও নতুন বস্ত্র তুলে দেন লায়ন্স ক্লাবের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বিপ্লব চ্যাটার্জি, সদস্যা মনি চৌধুরী সহ অন্যান্য সদস্য ও হাসপাতালের আধিকারিকরা। উল্লেখ্য লায়ন্স ক্লাব প্রতিবছরই দুর্গাপুর মহকুমা হাসপাতাল পরিচ্ছন্নতা রাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও মহতি উদ্যোগের আয়োজন বলে জানান প্রেসিডেন্ট বিপ্লব চ্যাটার্জি।