খবরের জেরে অবশেষে স্থগিত হল নিয়োগ প্রক্রিয়া বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতে

 

 

বৃহস্পতিবার,১২ ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : খবরের জেরে অবশেষে স্থগিত হল নিয়োগ প্রক্রিয়া

বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতে দুজন ট্যাক্স কালেক্টর নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়।

বুধবার মৌখিক পরীক্ষার মাধ্যমে দুজন ট্যাক্স কালেক্টর এর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিজেপির পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ জানানো হয় কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান কে এবং আউসগ্রাম ২ নম্বর ব্লকের বিডিওর কাছে।

সেই সংবাদ সম্প্রচার হওয়ার পর।

কোটা গ্রাম পঞ্চায়েতে দুজন ট্যাক্স কালেক্টর এর নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখে পঞ্চায়েত।

রাতারাতি পঞ্চায়েতের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে গ্রাম পঞ্চায়েত।

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মন্ডল জানিয়েছেন এই মুহূর্তে পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর এর কোনো প্রয়োজন নেই। সেই কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

প্রয়োজন পড়লে আগামী দিনে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

 

অন্যদিকে বর্ধমান সদরের বিজেপির জেলা সম্পাদক দাবি করেছেন তৃণমূল পরিচালিত কোটা গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি প্রকাশ্যে চলে আশায় বাধ্য হয়ে তারা নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখেছে।

error: Content is protected !!