বৃহস্পতিবার,১২ই অক্টোবর ২০২৩
ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটিসেন্টারের অন্যতম দুর্গাপুজো চতুরঙ্গ দূর্গাপুজো কমিটির এবছরের পূজোর মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৬ তম বর্ষে পদার্পণ করেছে এবছরের চতুরঙ্গ দূর্গাপুজো। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্ডপ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসিপি পূর্ব কুমার গৌতম, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ ক্লাব কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের আরো একটি ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলার ক্লাবগুলি সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের ও বেশ কয়েকটি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরেও তিনটি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে সার্বজনীন পুজো মন্ডপ উদ্বোধন অনুষ্ঠান ছিল অন্যতম। সেদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই কৃষ্ণেন্দু বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক উদয়ন চৌধুরী, ক্লাবের প্রেসিডেন্ট ,সেক্রেটারি সহ অন্যান্য ক্লাব সদস্যরা।