বৃহস্পতিবার,১২ই অক্টোবর ২০০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজার গীতাঞ্জলি পার্কের বাসিন্দা মনোশ্রী চট্টোপাধ্যায়। বিগত পাঁচ দিন ধরে মুহুমুহু বোমা ও গোলার আওয়াজে দিন কাটছে কখনও বাঙ্কার,কখনও হস্টেলে। মনোশ্রী তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে মহাকাশচারীদের হাড়ের ক্ষয় রোগ নিয়ে পোস্ট ডক্টরেট করতে যান গতবছরের সেপ্টেম্বর মাসে। এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতে দিন কাটছে মা-বাবার। মেয়ের সঙ্গে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ রেখে চলেছেন তারা। যদিও মেয়ে আশ্বস্ত করেছেন সে ভালো আছে । তবুও বাবা মা চাইছেন ভারত সরকার যত দ্রুত সম্ভব অপারেশন অজয় শুরু করে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনুক।মেয়ে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এখন সেই প্রার্থনায় অম্বুজার চট্টোপাধ্যায় দম্পতির। অসমর্থিত সূত্রে জানা গেছে মনোশ্রীর মতো দুর্গাপুরের আরো কয়েকজন আটকে পড়েছেন যুদ্ধবিধস্ত ইসরাইলে।রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় একই ভাবে দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলার বহু মেডিক্যাল পড়ুয়া আটকে পড়েছিল।পরে তাদের ভারত সরকার ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
ছবি: সৌজন্যে ইন্টারনেট